মোঃ নেজাম উদ্দিন,
সমুদ্র সৈকত ও শিশুদের জন্য কাজ করবে বাংলাদেশি বংশোদ্ভত ৪ ব্রিট্রিশ নাগরিক। তারা সমুদ্র সৈকতের সৌন্দর্যকে সারা বিশ্বে পরিচিতি ও তুলে ধরা এবং রোহিঙ্গা ও স্থানীয় শিশুদের জীবন মান উন্নয়নে ফান্ড সংগ্রহ করার লক্ষে ওয়াক পর হোপ( Walk for Hope )এর আয়োজন করেছে। আন্তর্জাতিক বেসরকারী সংস্থা হিউম্যান রিলিফ ফাউন্ডেশন -বাংলাদেশ এর সহযোগিতায় বাংলাদেশী বংশোদ্ভত ৪ বৃটিশ নাগরিক হোসাইন আহমেদ, আবদাল উদ্দিন আহমেদ, ফয়সল উদ্দিন, ও এনামুল হক, গত ২৮ অক্টোবর থেকে কক্সবাজার টেকনাফের জিরো পয়েন্ট থেকে সৈকতের উপর দিয়ে হেঁটে গতকাল( ৩১ অক্টোবর ) বিকালে কলাতলী লাবনী পয়েন্টে এসে Walk for Hope শেষ করে। পরে তারা লাবণী পয়েন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে ।
এদিকে এর আগে গত ২৬ অক্টোবর (শনিবার) বিকাল ৪ টায় সময় কক্সবাজার এক অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আয়োজন করেছিল। এ সময় তারা বলেন, বাংলাদেশের কক্সবাজারের এই দীর্ঘতম সৈকতের মতো সুন্দর সৈকত বিশ্বে আর কোথাও নেই। এই সৌন্দর্যকে বিশ্বের কাছে পরিচিতি করা অত্যন্ত জরুরী। তাছাড়া রোহিঙ্গা শিশু ও স্থানীয় শিশুদের মান বাড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। ব্যয়বহুল এ কাজগুলো করতে যে অর্থের প্রয়োজন তা সংগ্রহ করার লক্ষে আমাদের এই Walk for Hope কার্যক্রমের আয়োজন।
ত ২৮ অক্টোবর সকালে কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপ জিরো পয়েন্ট থেকে হেঁটে পাটোয়ারটেক ছুটি রিসোর্ট এসে প্রথম দিন শেষ করে রাতে বিশ্রাম ২৯ অক্টোবর সকালে সেখান থেকে এসে সৈকতের সোনারপাড়া পয়েন্টে ২য় দিন শেষ করে রাতে বিশ্রামের পর ৩০ অক্টোবর সোনারপাড়া ভিতরের রাস্তা দিয়ে হেঁটে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে আবার সোনারপাড়া এসে রাতে বিশ্রাম করে ৩১ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ টায় কলাতলি লাবনী পয়েন্টে এসে Walk for Hope এর কার্যক্রম শেষ করে। বিট্রিশ নাগরিক হোসাইন আহমেদ জানান, আমরা ব্রিট্রিশ নাগরিক হলেও আমাদের শলীরে বাংলাদেশের রক্ত বহমান । দেশের মান উন্নয়নে আমরা কাজ করে যাবো বিদেশ থেকেদেশের যেকোন প্রয়োজনে । আমার দেশের পাশে থাকবো ।
উপস্থিত ছিলেন হিউম্যান রিলিফ ফাউন্ডেশন -বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রহমান, ফাইন্যান্স ম্যানেজার সালমা আক্তার, বাংলাদেশী বংশদ্ভোত ৪ বৃটিশ নাগরিক হোসাইন আহমেদ, আবদাল উদ্দিন আহমেদ, ফয়সল উদ্দিন, ও এনামুল হক এবং এইচআরএফ এর সহযোগী এনজিও সংস্থার কর্মকর্তাবৃন্দ।
I do not even know how I ended up here but I thought this post was great I dont know who you are but definitely youre going to a famous blogger if you arent already Cheers
hızlı süpürge servisi Süpürgemin performansı gözle görülür şekilde arttı. http://liquidationrama.com/read-blog/5190
süpürge tamir ve bakım Orijinal parça kullanmaları güven verdi. https://uptoscreen.com/read-blog/33497