নিজস্ব প্রতিবেদকঃ
দেশের বিখ্যাত রাজা চা নামে খ্যাত কক্সবাজারের লাবণী পয়েন্টে তাদের একটি দোকানে অভিযান পরিচালনা করেছে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেল এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুম বিল্লাহ। বুধবার ( ৮ ফ্রেরুয়ারী) বিকালে এই অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, বিখ্যাত রাজা চা নাম ব্যবহার কওে তারা প্রতিটি চায়ের দাম ৩০ টাকা থেকে শুরু করে অনেক চড়ামূল্যে চা বিক্রি করে আসছিল এবং মাটির একবার ব্যবহার যোগ্য কাপ দিয়ে (ওয়ান টাইম কাপ ) বার বার কাস্টমারদের চা পরিবেশন করে আসছিল । তা খবর পেয়ে আজ বিকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযানে নামে এবং তাদের সতর্ক করা হয় পরর্বতীতে যেন এমন কাজ না করে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.