কক্সবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

ওয়ান নিউজঃ “শিশু ও যুবদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ” এবং জীবন একটাই তাকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এ প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাদকের অভিশাপ থেকে রক্ষা পেতে হলে মাদকের অপব্যবহার ও পাচার রোধে মাদক বিরোধী অভিযান সুদৃঢ় করতে হবে। এ জন্যে সকলকে ঐক্যবদ্ধ মাদকের বিরুদ্ধে হয়ে কাজ করতে হবে। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলধুলায় নিজেকে সম্পৃক্ত রাখতে পারলে নেতিবাচক কর্মকান্ড থেকে দূরে থাকা যায়। মাদক ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। এছাড়া বিভিন্ন সভা-সেমিনারে মাদকের ভয়াবহতা,বাল্যবিবাহ প্রতিরোধ, স্যানিটেশন জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বক্তব্য রাখার অনুরোধ জানান তিনি।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো: আফরাজুল হক টুটুল, সহকারি সিভিল সার্জন ডা. মহিউদ্দীন মো. আলমগীরসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোহাম্মদ মাহিদুর রহমান,সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফারজানা প্রিয়াংকা, মো. একে এম লুৎফর রহমান ও ফারজানা রহমান, জেলা তথ্য অফিসার মো: নাসিরউদ্দিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক সোমেন মন্ডল,অইন-শৃংখলা রক্ষাকারীবাহিনীর কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর ছাড়াও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.