কক্সবাজারে ভুয়া সেনা সদস্য আটক
কক্সবাজার শহর থেকে এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার পৌরসভার লালদিঘীর পাড়ের পশ্চিম পাশের ব্রাহ্মমন্দিরের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক কাউছার আহমেদ (২২) ঢাকার ধামরাইয়ের আবুল কালামের ছেলে।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) কামরুল আজম জানান, কাউছার শহরে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতে নিজেকে সেনা বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেয়। একটি গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.