কক্সবাজারে ফর্সাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ নেজাম উদ্দিন, কক্সবাজারঃ
ব্যাপক উৎসব উদ্দীপনায় ইএক্স থ্রি আয়োজনে ফর্সাস ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার( ২৭ অক্টোবর) দুপুরে কক্সবাজারের বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে একদিনের ৬টি টিমে বিভক্ত হয়ে খেলা শুরু হয়। খেলার শুরুর  আগে দেশের প্রতি সম্মান প্রদর্শন রেখে জাতীয়

সংগীতের মাধ্রমে খেলা শুরু করেন ব্যরিষ্টার অলিউর রহমান।


খেলা অংশগ্রহণ করেন জেলা বিভিন্ন প্রান্ত থেকে আসা অংশগ্রহণকারি টিম হলো টিম সেভেন, টিম -১১১, ইএক্স অফিসিয়াল , টিম সি সেভেন, টিম সেভেন এক্স, টিম ম্যাস্ককোর। খেলায় টিম সেভেন এক্সও টিম ১১১ ট্রাইব্রেকারে গেলে সমান গোল হওয়ায় দুই দলকে বিজয়ী ঘোষনা করা হয়।

খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন ইএক্স থ্রি এর সিইও ব্যারিষ্টার অলিউর রহমান । তিনি জানান, দেশের বিভন্ন প্রান্ত থেকে আসা ক্রীড়া প্রেমিক যুবকরা কক্সবাজারে বেড়াতে আসলে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় । তরুনরা যেন উদ্দীপনা পায় ও তাদের শারীরিক গঠন যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রেখে ইএক্স থ্রি সবসময় ব্যতিক্রমর্ধমী কাজ করে আসছে। যারা খেলায় বিজয় হয়েছে তাদের আজকে সন্ধ্যায় অনাডম্বর অনুষ্টানের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হবে। আশা করছি এই অনুষ্টান সকলে উপভোগ করবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.