নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে প্রবীণ হিতৈষী সংঘ কেন্দ্রীয় নেতাদের সাথে কক্সবাজার জেলা প্রবীন হিতৈষী সংঘ নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৩ আগস্ট) সন্ধ্যায় কোর্ট বিল্ডিং এলাকায় দৈনিক রূপালী সৈকত কার্যালয়ে প্রবীণ শিক্ষক নাছির উদ্দীনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক রূপালী সৈকতে প্রকাশক ও সম্পাদক ফজলুল কাদের চৌধুরী সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবীণ হিতৈষী সংঘ কেন্দ্রীয় কমিটির মহাসচিব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও ঢাকা মহানগর ইউনিট কমান্ডার আমীর হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন, কোষাধ্যক্ষ আব্দুর সাত্তার মিয়া, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ,
সদস্য দুলাল বড়ুয়া, সমাজ কল্যান কর্মকর্তা আব্দুর রহমান সরকার সুমন, ও কক্সবাজার জেলা হিতৈষী সঙ্গ কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, পরিবেশ কর্মী এনামুল হক চৌধুরী, ইঞ্জিনিয়ার কানন পাল, কক্সবাজার সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সমীর পাল, প্রমুখ।
বক্তব্য রাখছেন কক্সবাজার প্রবীন হিতৈষী সংঘ এর মুখপত্র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী।
প্রবীণ হিতৈষী সঙ্গ কেন্দ্রীয় কমিটির মহাসচিব আমীর হোসেন মোল্লা বলেন, এই শোকের মাসে আমরা আজকে এখানে হাজির হয়েছি। এই মাসে কিছু যোদ্ধা অপরাধী বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করে আবারো পাকিস্তানের হাতে তুলে দিতে যে পরিকল্পনা করেছিল সেই মাস। এই মাসে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ১৯৪৭ সালে ঢাকায় বিহারীদের জায়গা দিতে তখন অনেক জমি স্থানীয়দের কাছ থেকে নিয়ে নিয়েছিল। ঠিক তেমন পরিস্থিতিতে আছি আমরা। এই সমস্যা সমাধানে ১৯৬৮সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিরপুর আসেন এবং এই সমস্যার সমাধান করেন।
আমি বিশ্বাস করি দেশ যদি স্বাধীন না হতো আজকে এমনভাবে আমরা কথা বলতে পারতাম না।
কক্সবাজারে এসে আমরা অভিভূত হয়েছি। সমাজে প্রবীনরা অবহেলিত নয়। বয়স হলেই বসে মৃত্যু কামনা করা নয়। আমাদের সমাজের জন্য কাজ করে যেতে হবে। বয়স্ক কেউ যদি অবহেলার শিকার হন তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে৷
সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন বলেন, আগামী ১ অক্টোবর প্রবীন দিবস। আমরা চাই দেশে কোন প্রবীন অস্বচ্ছলতা থাকবেনা।
আমরা চাই দেশের প্রতিটি প্রবীনদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সাথে দেখা করবো।
কক্সবাজার প্রবীন হিতৈষী সংঘ মুখপত্র বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী বলেন, আপনারা সমাজের আলোকোজ্জ্বল প্রদীপ। আপনারা দেশের জন্য যোদ্ধ করেছেন, আহত হয়েছেন। আমরা আজ নিজেদের গর্বিত মনে করছি। আশা করছি আপনাদের সাথে থেকে কক্সবাজার প্রবীনদের নিয়ে সমাজের কাজে এগিয়ে যেতে পারবো।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টে নিহত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার নিহত পরিবারের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.