কক্সবাজারে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে নিহত ২

ইমাম খাইর:
কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছরা সিকদার বাজারে কুখ্যাত সন্ত্রাসী আশু আলী গ্রুপ এবং তারেক গ্রুপের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
এ সময় গুলিবিদ্ধ হয়েছে আরো একজন।
সোমবার (৩১ মে) বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে ঘটনাস্থলেই সন্ত্রাসি শাহেদ নিহত হয়। নিহত শাহেদ শহরের টেকপড়ার চৌমুহনী এলাকার বাসিন্দা।
পরে মুমূর্ষু অবস্থায় গুলিবিদ্ধ ২ সন্ত্রাসীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে রুমালিয়ারছরার রায়হান নামক আরো একজন সন্ত্রাসীর মৃত্যু ঘটে।
ঘটনাস্থল থেকে সন্ত্রাসী শাহেদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।
তিনি জানান, জায়গা জমির বিরোধে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই জনের মৃত্যু ঘটে। গুলিবিদ্ধ হয়েছে আরও একজন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.