মোঃ নেজাম উদ্দিনঃ
কক্সবাজারে পরিবেশ বিধ্বংসী একটি চক্র কক্সবাজার সৈকত বালিয়াড়ি থেকে শামুক ঝিনুক তুলে দেশের বিভিন্ন স্থানে পাচার কালে ট্রাক বোঝাই শামুক ঝিনুক ও কক্সবাজার বাসস্ট্যান্ড এলাকা হতে বালি বোঝাই ডাম্পার আটক করেছে কক্সবাজার দক্ষিণ বনবিভাগ।
মঙ্গলবার (২৬ অক্টোবর)কক্সবাজার দক্ষিণ বন বিভাগে স্পেশাল টিমের ওসি ও শহর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
বনবিভাগ সুত্রে জানা গেছে, পৃথক দুটি অভিযানে প্রথমে মেরিন ড্রাইভ সড়ক থেকে অবৈধভাবে পাচারকালে শামুক ঝিনুক বোঝাই ট্রাক আটক করা হয়। একইদিন কক্সবাজার বাসস্ট্যান্ড এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে অবৈধভাবে উত্তোলিত বালু পাচারকালে বালিভর্তি ডাম্পার আটক করা হয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি বনবিভাগ৷
স্পেশাল টিমের ওসি সমীর রঞ্জন সাহা জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড় কেটে বালু পাচারের দায়ে বালি বোঝাই ডাম্পার আটক পূর্বক রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে। অপরদিকে সাগর থেকে অবৈধভাবে উত্তোলিত ঝিনুক পাচারকালে ঝিনুকসহ ট্রাক জব্দ করা হয়েছে। সংশ্লিষ্টককাজে ও জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলম জানান, পরিবেশ বিধ্বংসী কাজে যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। অবৈধ বালু পাচারকারী , সরকারি বনভূমি জবরদখলকারী সিন্ডিকেটসহ পাহাড় খেকোদের বিরুদ্ধে বন বিভাগ সজাগ ও সতর্ক রয়েছে। সরকারি সম্পদ ও বনজ সম্পদ রক্ষার্থে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.