নিজস্ব প্রতিবেদক:
ঐক্যের মাধ্যমে দলকে সুসংগঠিত করার প্রত্যয়ে জেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৩ টয় জেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, জাপার সাবেক সংসদ সদস্য খোরশেদ আরা হক।
জেলা জাতীয় পার্টির আহŸায়ক মেহেজ্জানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট আহমেদ কবির, নাজিম উদ্দিন চেয়ারম্যান, হোসাইনুল ইসলাম মাতাব্বর, মাস্টার এমএ মনজুর, এসএম বাবুল, নাজিম উদ্দিন, মাহবুবুল আলম, জাহাঙ্গীর আলম, শামশুল আলম, মৌলভী ছিদ্দিক আহমদ, আব্দুল মোনাফ, ডা. মনজুর, কামাল উদ্দিন, মুফিজুল আলম, আব্দুল আজিজ, আব্দুল গফুর ঠিকাদার, এডভোকেট রফিক, মুজিবুর রহমান, জসিম উদ্দিন, সালমা পারভীন মণি, সরওয়ার আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘দেশে এখনও জাতীয় পার্টির যথেষ্ট গুরুত্ব রয়েছে।
সকল বিভেদ ভুলে দলকে সুসংগঠিত করার দায়িত্ব আমাদের সকলের। আমরা সংগঠিত হতে পারলে কক্সবাজার জেলার জাতীয় পার্টির সমর্থক ও নিবেদিত প্রাণ যারা আছে তারাও সংগঠিত হবে। আমরা সকলেই এক সুতোয় সংগঠিত হলেই আগামীতে জাতীয় পার্টিকেই দেশ পরিচালনার দায়িত্ব অপর্ণ করবে দেশের জনগণ।’
বর্ধিত সভার শুরুতে জেলা জাতীয় পার্টির মেয়াদ ৩ মাস বৃদ্ধি করায় জাপার চেয়ারম্যান সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের ও মহাসচিব জিয়া উদ্দিন আহমদ বাবলুর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মফিজুর রহমান বলেন, ‘কক্সবাজারের নানামুখী সমস্যা, আইন শৃঙ্খলার অবনতি ও দেশে ব্যাপক হারে ধর্ষণ দেশের জন্য হুমকি স্বরূপ।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) কর্তৃক জেলা জাতীয় পার্টির কার্যালয় উচ্ছেদের আগে জাপার উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনায় বসতে হবে অন্যথায় যেকোন মুহুর্তে আমরা কর্মসূচী দিতে বাধ্য। করোনার মহামারীতে জেলার প্রতিটি উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে ডিসেম্বরের মধ্যে কমিটি দেয়ার জন্য সংশ্লিষ্ট নেতাদের আহŸান জানান তিনি।
সভায় জাপা নেতা কবির আহমদ সওদাগরের মৃত্যুজনিত কারণে তদস্থলে সাবেক ছাত্রনেতা এসএম বাবরকে জেলা কমিটিতি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। এবং আগামী ৩ মাসের মধ্যে জেলার প্রতিটি অঞ্চলে কমিটি প্রদানের নিদের্শনা দেয়া হয়।
১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৩৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.