কক্সবাজারে ছেলের হাতে বাবা খুন

সদর প্রতিনিধিঃ

কক্সবাজার সদরে ছেলে মো. আয়ুবের (৩৪) ছুরিকাঘাতে বাবা মো. আবদুর রহিম (৬০) খুন হয়েছে। তারা রুমালিয়ারছরা বাঁচা মিয়া ঘোনার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন শহর পুলিশফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।

ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে রুমালিয়ারছরা বাঁচা মিয়া ঘোনার নিজ বাড়িতে মো. আয়ুব পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রীকে মারধর করলে বাবা আবদুর রহিম এসে ঝগড়া মীমাংসা করার চেষ্টা করে। এমতাবস্থায় ছেলে  বাবাকে ছুরিকাঘাত করে। তখন প্রতিবেশীরা জখম আবদুর রহিমকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে মৌখিক অভিযোগের ভিত্তিতে আয়ুবকে গ্রেফতারের অভিযান চলছে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.