নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার সরকারি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন এর উপর অতর্কিত হামলা করা হয়েছে।
গত২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১১.৩০ মিনিটের সময় কক্সবাজার কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বাড়ি ফেরার পথে কক্সবাজার সরকারি কলেজ গেইট সংলগ্নে পৌঁছলে তার গাড়ি গতিরোধ করে একদল সশস্ত্র সন্ত্রাসী উপর্যপরি হত্যার উদ্দ্যেশে হামলা করেছে বলে জানা গেছে। এসময় ৮/১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র নিয়ে সাখাওয়াত এর উপর হামলা করে মারাত্মক জখম করা হয়েছে।
এ সময় এলাকাবাসি এগিয়ে আসলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছোড়ে বলে জানা গেছে। আহত সাখাওয়াতের বড় ভাই ওসমান সরওয়ার আলম চৌধুরী জানান কলেজগেট চান্দু পাড়ার চিহ্নিত ও একাধিক মামলার আসামি শিবির ক্যাডার তারেক আজিজ ও আব্দুল্লাহর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী সাখাওয়াত এর উপর এই হামলা চালায়।
বর্তমানে সাখাওয়াত হোসেন কক্সবাজার সরকারি হাসপাতাল ভর্তি থাকলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে তাকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।
এ ব্যাপারে কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ কক্সবাজার সদর হাসপাতালের ছুটে আসেন। কলেজ ছাত্রলীগ নেতা সাখাওয়াত কে দেখতে এ সময় কক্সবাজার সদর হাসপাতালে অসংখ্য নেতাকর্মী উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এ ব্যাপারে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম তাদের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন এর উপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে এবং উক্ত ঘটনার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস প্রদান করেছেন। এবং ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সাখাওয়াত এর ওপর হামলাকারীদের গ্রেফতার করার জন্য বিভিন্ন নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফেসবুকে উত্তপ্ত রয়েছে।
এ ব্যাপারে আহত কলেজ ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেনের বড় ভাই ওসমান সরওয়ার আলম চৌধুরী সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ঘটনায় জড়িত প্রকৃত আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান এর সাথে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা প্রস্তুতি চলছে বলে জানান। তিনি আরো জানান কলেজ ছাত্রলীগ নেতা সাখাওয়াত ওপর যারা হামলা করেছে তাদের সবাইকে শীঘ্রই আইনের আওতায় আনা হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.