কক্সবাজারে গ্রামীণ ব্যাংক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে

বার্তা পরিবেশক
গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে কক্সবাজার জোনের বিভিন্ন শাখায় সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এসময় কক্সবাজার জোনের জোনাল ম্যানেজার খাঁন মোঃ মোস্তফা কবির ও অডিট অফিসার মোঃ আকতারুল ইসলাম ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন শাখায় উপস্থিত থেকে সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেন। গ্রামীণ ব্যাংক খুটাখালী চকরিয়া শাখা, চিরিঙ্গা চকরিয়া শাখা, জোয়ারিয়ানাল রামু শাখা ও ফতেখাঁরকুল রামু শাখায় জোনাল ম্যানেজার ও অডিট অফিসার উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।

এসময় তিনি ব্যাংকের সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদেরকে গ্রামীণ ব্যাংকের নিয়মিত সুযোগ সুবিধা গ্রহণ করে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার অনুরোধ জানান। জানা যায় একই সময়ে জোনের ৫৮ টি শাখায় শাখা ব্যবস্হাপক ও সহকর্মীরা তাদের নিজ নিজ শাখার সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.