নিজস্ব প্রতিবেদক:
করোনাকালীন ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে কক্সবাজার জেলা সদরে এবার ঈদুল ফিতরের প্রধান জামাত শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হবে না। কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন উত্তর পার্শ্বের জামে মসজিদে স্বাস্থ্যবিধি প্রতিপালন করে ঈদের দিন সকাল সাড়ে ৮ টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। নতুন মসজিদ ভবন নির্মাণের জন্য কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পুরাতন মূল মসজিদ ভবন ভেঙ্গে ফেলায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, কক্সবাজার জেলা সদরের মতো জেলার কোথাও খোলা মাঠে ঈদুল ফিতরের জামাত হবে না। জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ নিজে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিতব্য ঈদুল ফিতরের প্রধান জামাতে নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন।
প্রতিবছরের ন্যায় এবারো কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের বিগত তিন দশকের খতিব, সীতাকুন্ড আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মাহমুদুল হক ঈদুল ফিতরের প্রধান জামাতে ইমামতি ও খুতবা প্রদান করবেন। প্রসঙ্গত, করোনা মহামারীর কারণে বিগত ২০২০ সালেও ঈদুল ফিতরের জামাত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়নি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.