নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে মাসিক সূফিবাদ ও পদক্ষেপ বাংলাদেশ এর আয়োজনে সূফি সেমিনার ও দ্বীনি জলসা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মে) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে পদক্ষেপ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি তোফায়েল আহমেদ সভাপতিত্বে
ও মুফতি গোলাম আম্বিয়া সঞ্চালনায়
শত শত বক্তের অংশগ্রহণে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌর মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন, কুতুববাগী পীর শাহ সূফি আলহাজ্ব মাওলানা হযরত সৈয়দ জাকির শাহ্।
সেমিনারে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ মৌলানা আবুল কালাম আজাদ, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম মাওলানা আনোয়ার হোসেন,
আইসিবি ইসলামী ব্যাংকের এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন, পদক্ষেপ বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাদল চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, আমরা ইসলাম ধর্মের অনুসারী।
সকল মুসলমানের উচিৎ ইসলামের ধর্মীয় শাসন মেনে চলা। বিশ্বের অনেক দেশ আছে যেখানে ইসলাম ধর্ম প্রচার করতে অনেক অলিগণ এখনো দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াচ্ছে। ঠিক তেমনি কুতুববাগী হুজুর আজকে আমাদের মাঝে হাজির হয়েছেন।
কুতুববাগী পীর শাহ সূফি আলহাজ্ব মাওলানা হযরত সৈয়দ জাকির শাহ্ বলেন, আমি আপনাদের দেখতে এসেছি। মানবসেবা হচ্ছে সবচাইতে বড় ধর্ম। আপনারা যারা এখানে এসেছেন সকলে মানবসেবাই ব্রত হোন।
বাবা মাকে সবসময় খুশিতে রাখার চেষ্টা করুন। কারণ জান্নাত পেতে হলে মা বাবাকে খেতমত করতে হবে।
তিনি ইসলামের নানা বিষয় নিয়ে ভক্তদের সামনে আলোচনা করেন।
অনুষ্ঠানের সভাপতি পদক্ষেপ বাংলাদেশ এর কক্সবাজার সভাপতি তোফায়েল আহমেদ বলেন, আমরা আজকে কুতুববাগী হুজুরকে পেয়ে আনন্দিত।
আজকের অনুষ্ঠানে উনার ভক্তদের উদ্দেশ্য ইসলাম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
এমন একজন ইসলামের অলি কক্সবাজারে পেয়ে কক্সবাজারবাসি গর্বিত।
সেমিনারে তিনি মুসলিম উম্মার জন্য দোয়া করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.