সংবাদ বিজ্ঞপ্তি :
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স), এমএ, কক্সবাজার-২ (মহেশখালী-পেকুয়া) আসনের জাতীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জাতীয় সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরী ও সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির সুস্থতা কামনা করেছেন কক্সবজার-৩ (সদর-রামু) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি কক্সবাজারের তিন জনপ্রিয় সাংসদ ও এক সাবেক সাংসদসহ দেশে-বিদেশে করোনা আক্রান্ত সকলের সুস্থতা কামনা করে মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে দোয়া প্রার্থনা করেছেন। সে সাথে কক্সবাজার সদর, ঈদগাঁও এবং রামু থানার সকল জসসাধারণকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি চলার আহবান জানিয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.