কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে অনুর্ধ্ধ-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু

ওয়ান ‍নিউজ ডেক্সঃ

পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকতের শহর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠলো ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টের।

২ ডিসেম্বর সোমবার টুর্নামেন্টের উদ্ধোধন করেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো: কামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব অনুপ বড়ুয়া অপু ও সহসভাপতি জসিম উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো: কামাল হোসেন তাঁর বক্তৃতায় তরুণ খেলোয়াড়দেরকে কঠোর অধ্যবসায়ের সঙ্গে অনুশীলন ও দক্ষতা বৃদ্ধির চর্চা চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.