আনোয়ার হোছাইন, ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগাঁওকে উপজেলায় উন্নীত করা হয়েছে।
সোমবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরআগে এই বছরের জানুয়ারির ২০ তারিখে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ঈদগাঁও থানার।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, কক্সবাজারের ঈদগাঁও থানা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে। সরকার মনে করে ওখানে একটা বড় রিসোর্স গেইন করার সম্ভাবনা আছে। সেখানে একটা ইউনিট দরকার। এলাকার লোকজনেরও খুবই অসুবিধা হয়। এজন্য সরকার অনুমোদন করে দিয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.