কক্সবাজারের নতুন অতিরিক্ত জেলা জজ আবদুল্লাহ আল মামুন

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার জেলা জজশীপের নতুন অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসাবে আবদুল্লাহ আল মামুন’কে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার ২০ জুন ২৬৮ নম্বর স্মারকে আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ আবদুর রহিম সহ বিচার বিভাগের একই পদমর্যাদার ৫৮ জন কর্মকর্তাকে যুগ্ম জেলা ও দায়রা জজ হতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে দেশের বিভিন্ন আদালতে পদায়ন করা হয়।

বিচারক আবদুল্লাহ আল মামুন বরগুনা জেলা জজশীপের যুগ্ম জেলা ও দায়রা জজ পদে দায়িত্ব পালনরত অবস্থায় তাঁকে পদোন্নতি দিয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদায়ন করা হয়েছে।

অপরদিকে, কক্সবাজারের বর্তমান অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবরিনা আলী’কে ময়মনসিংহ জেলা জজশীপের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে বদলী করা হয়েছে। বিচারক সাবরিনা আলী ২০২০ সালের ১৫ মার্চ কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে নিয়োগ পেয়েছিলেন।

নতুন পদায়নকৃত বিচার বিভাগীয় কর্মকর্তাদেকে আগামী ২৭ জুনের মধ্যে বদলী হওয়া নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.