কক্সবাজারের টেকনাফে কুরআন প্রতিযোগিতা ২০১৭
ওয়ান নিউজ ডেক্সঃ হাফেজে কুরআনদের প্রতিভাকে জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে বিকাশের লক্ষ্যে “কুরআনের আলো প্রতিভার সন্ধানে” শিরোনামে কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলার ছাত্রদের নিয়ে ‘শহীদ আলী উল্লাহ আলো স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা টেকনাফের অত্যাধুনিক শপিংমল ‘আলো কমিউনিটি পার্ক’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী
>> প্রতিযোগিকে অবশ্যই উখিয়া-টেকনাফ উপজেলার নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে।
>> প্রত্যেক মাদ্রাসা থেকে সর্বোচ্চ ২ জন করে শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে।
>> যে সব হেফজ প্রতিষ্ঠানের হেফজ বিভাগে তিন বা তিনের অধিক শিক্ষক থাকবেন; ঐ প্রতিষ্ঠান থেকে চার (৪) জন প্রতিযোগী অংশ গ্রহণ করার সুযোগ রয়েছে।
>> প্রতিযোগীর বয়স অনুর্ধ্ব ১৫ বৎসর । এর বেশি প্রমাণিত হলে অংশ গ্রহণের সুযোগ থাকবে না।
>> পবিত্র কুরআন মজিদের প্রথম ১৫ পারা।
>> আগামী ২৫ শাবান ১৪৩৮ হিজরির মধ্যে প্রতিযোগীর ২কপি পাসর্পোট সাইজ ছবিসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সীল সম্বলিত নির্দিষ্ট ফরম পূরণ করে নিম্নে ঠিকানায় জমা দিতে হবে।
>> প্রত্যেক প্রতিযোগিকে ১ রমজান থেকে ৩ রমজানের মধ্যে অবশ্যই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
>> অনুষ্ঠানের সৌর্ন্দয্য রক্ষার্থে প্রত্যেক প্রতিযোগীকে অবশ্যই জুব্বা ও পাগড়ী পরিধান করে আসতে হবে।
>> ১ম পর্ব ৫ম রমজান সকাল ১০টা হতে আরম্ভ হবে, এতে সকল প্রতিযোগিকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
>> ২য় পর্ব প্রতিদিন বিকাল দুপুর ২টা হতে আরম্ভ হয়ে ইফতারের পূর্ব পর্যন্ত চলবে।
>> প্রতিযোগিতা শুরুর ১ঘন্টা পূর্বে প্রতিযোগিকে অবশ্যই অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে হবে।
>> প্রতিযোগিতা পর্ব অনুসারে পরিচালিত হবে। ১ম পর্ব, ২য় পর্ব ও ফাইনাল পর্ব।
>> বাছাইকৃত সেরা দশ প্রতিযোগিকে নিয়ে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে।
প্রযোগিতার সুবিধাসমূহ
>> ১ম স্থান অর্জনকারী সেরা প্রতিযোগীর জন্য রয়েছে নগদ ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা, সনদপত্র ও উপহার।
>> ২য় স্থান অর্জনকারী সেরা প্রতিযোগীর জন্য রয়েছে নগদ ৩০,০০০(ত্রিশ হাজার) টাকা, সনদপত্র ও উপহার।
>> ৩য় স্থান অর্জনকারী সেরা প্রতিযোগীর জন্য রয়েছে নগদ ২০,০০০(বিশ হাজার) টাকা, সনদপত্র ও উপহার।
>> ২য় পর্বে উত্তীর্ণ প্রতিযোগীদের জন্য রয়েছে নগদ টাকা,সনদপত্র ও উপহার।
>> বাছাই পর্বে উত্তীর্ণ প্রতিযোগিদের সব সম্মানিত শিক্ষকদের জন্য রয়েছে উপযুক্ত সম্মানি ও উপহার।
>> হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সব শিক্ষা প্রতিষ্ঠানকেই সম্মাননা প্রদান করা হবে।
>> হিফজুল কুরআন প্রতিযোগিতা স্থানীয় ক্যাপল অপারেটরদের মাধ্যমে টেকনাফ উখিয়ায় সম্প্রচার করা হবে।
>> কৃতি হাফেজদের আগামীতে জাতীয় ও আর্ন্তজাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণে যথাযথ সহযোগিতা করা হবে।
>> উপজেলার সদর থেকে দূরবর্তী কোনো প্রতিষ্ঠান থেকে আগত প্রতিযোগিদের থাকার সু-ব্যবস্থা থাকবে। (প্রয়োজনে)
তবে কোনো প্রতিযোগিকেই যাতায়াত ও খাওয়া-দাওয়ার খরচ দেয়া হবে না। প্রতিযোগিকে তা সম্পূর্ণ নিজ খরচে বহন করতে হবে।
যোগাযোগের ঠিকানা
শহীদ আলী উল্লাহ আলো স্মৃতি ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, শহীদ আলী উল্লাহ আলো শপিং কমপ্লেক্স (২য় তলা), টেকনাফ পৌরসভা, কক্সবাজার।
মোবাইল : ০১৭৮৭-৬৫২৬২৯; ০১৮১৮-১২৫৫৩৮; ০১৮৮১-০১৮০৭২; ০১৮১৩-৭১৫৮৮৩।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.