এস এম হুমায়ুন কবির,কক্সবাজার জেলা প্রতিনিধি।।
বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে দলীয় ‘পোলিং এজেন্ট প্রশিক্ষণ′ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় সভানেত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মুজিবুল হক, ′পোলিং এজেন্ট প্রশিক্ষণ′ উপ কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী এমপি, কমিটির আহ্বায়ক আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, নির্বাচন উপ-কমিটির কো-অর্ডিনেটর সেলিম মাহমুদ, কাওছার মাহমুদ এবং বাহাউদ্দিন বেপারী, আওয়ামীলীগ উপ-কমিটির সহ-সম্পাদক নূর জাহান সবুজ এবং ঝর্না বাড়ৈ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
সভায় সর্বসম্মতিক্রমে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির ′পোলিং এজেন্ট প্রশিক্ষণ′ উপ-কমিটিতে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য কক্সবাজারের মেয়ে লায়ন জয়া জাহান চৌধুরীকে সদস্য মনোনীত করা হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ′পোলিং এজেন্ট প্রশিক্ষণ′ উপ-কমিটির সদস্য নির্বাচিত করায় আ’লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অপু উকিলের প্রতি ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লায়ন জয়া জাহান চৌধুরী।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা জানান।
লায়ন জয়া জাহান চৌধুরী জানায়, যুব মহিলা লীগ সম্পাদক অপু উকিলের হাত ধরে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে শেখ হাসিনার সাহসে বলীয়ান এক রাজনৈতিক কর্মী হিসেবেই নিজেকে পরিচয় দিতে বেশী স্বাচ্ছন্দ বোধ করেন তিনি। নিজে মনোনয়ন জমা দিলেও তিনি নেত্রীর সিদ্ধান্তে অটল। নেত্রীর মনোনীত প্রার্থীর নৌকার পক্ষে সর্বাত্মক কাজ করতে অঙ্গীকারাবদ্ধ।
তিনি আরো জানান, তাঁর নির্বাচনী আসনে- জনগণের ইচ্ছা, দোয়া এবং ভালোবাসা নিয়ে কক্সবাজার-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও সমাজকর্মী। কেন্দ্রীয় যুব মহিলা লীগের রাজনীতির পাশাপাশি তিনি একাধিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সাথে জড়িত। দলের কঠিন সময়ে তিনি যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু দিদি’র নেতৃত্বে নানা কর্মসূচীতে রাজপথে সক্রিয় ভুমিকা পালন করেন।
এদিকে কক্সবাজারের কৃতিসন্তান জয়া চৌধুরী কে আওয়ামীলীগের নির্বাচন পোলিং এজেন্ট উপ কমিটির সদস্য মনোনীত হওয়ায় জার্নালিষ্ট কো-অপারেশন অব বাংলাদেশ “কক্সবাজার জেলা কার্যনির্বাহী কমিটি ও রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এস এম হুমায়ুন কবির সাধারন সম্পাদক কামাল উদ্দীন শিশির, সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান সোহেল,সহসভাপতি আজিজ মৌলা এক যুক্ত বিবৃতিতে জয়া চৌধুরী বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পোলিং উপ কমিটির সদস্য মনোনীত হওয়ায় অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.