কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে তুরস্কের ফার্স্টলেডি এমনির সাথে এমপি আশেকের কুশল বিনিময়

বিশেষ প্রতিবেদকঃ

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে পৌঁছেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান।

এসময় কক্সবাজার জেলার মহেশখালি কুতুবদিয়ার সাংসদ হিসাবে আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এর সাথে বর্তমান পরিস্থিতি সম্পর্কে কুশল বিনিময় করেন বলে জানা যায়।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় তিনি কুতুপালং ক্যাম্পে প্রবেশ করেন।

সেখানে অবস্থানরত আহত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছেন তুর্কি ফার্স্ট লেডি। পরে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তাও দেবেন তিনি।

তার সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেগলুত কাভাসোগলুকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ ৬০ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে রয়েছে সাংসদ আশেক উল্লাহ রফিক।

মিয়ানমারে চলমান সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকায় পৌঁছান তুর্কি ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান।

তার সঙ্গে বাংলাদেশে এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেগলুত কাভাসোগলুকে।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে অভ্যর্থনা জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.