সংবাদ বিজ্ঞপ্তি
ককসবাজারস্থ খুটাখালী সমিতির কমিটি গঠিত হয়েছে। ডা. নুরুল আবচার সভাপতি, আবদুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক ও মাহমুদুল হক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী গত ১৫ জানুয়ারী সমিতির উপদেষ্টা পরিষদ ৩ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন। পরে উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির ৩ জনের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়।
কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন- সিনিয়র সহসভাপতি প্রকৌশলী মান্নানুল ইসলাম, সহসভাপতি রশিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যাপক সাইফুল ইসলাম, যুগ্মসম্পাদক জাহেদুল ইসলাম নোমান, আবদুল খালেক, দপ্তর সম্পাদক আবদুল হামিদ খান, অর্থ সম্পাদক ডা. শাহাব উদ্দিন, সহঅর্থ সম্পাদক হাবিবুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচএম রায়হান উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক শিমুল জাহান লিলি, কার্যকরী সদস্য মোস্তাক আহমদ, নগর বাঁশী দে, কামাল হোসাইন।
এদিকে, নতুন কার্যকরী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে গত ৩১ জানুয়ারী সমিতির অস্থায়ী কার্যালয়ে ১৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ৩ সদস্যবিশিষ্ট একটি দক্ষ ও অভিজ্ঞ অডিট কমিটি গঠিত হয়েছে।
উপদেষ্টা কমিটিতে রয়েছেন- প্রধান উপদেষ্টা ডা. সোলতান আহমদ সিরাজী, সম্মানিত উপদেষ্টা অধ্যাপক শফিকুর রহমান নাসিমী, মাওলানা মুহাম্মদ আবু সাঈদ, আলহাজ্ব আবুল হাশেম (সাবেক মেম্বার), রফিক আল ইসলাম, নজরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক এনামুল হক, এডভোকেট নুরুল আজিম, আবুহেনা মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যাপক মোহাম্মদ সোলাইমান, মাস্টার জসিম উদ্দিন, ডা. মোহাম্মদ ইউনুস, ডা. আ.ম.ম রেজাউল করিম মনছুর, মাওলানা মো. নাছির উদ্দিন, ফরিদুল আলম, পদাধিকার বলে চেয়ারম্যান খুটাখালী ইউনিয়ন পরিষদ।
অডিট কমিটিতে রয়েছেন- মাস্টার জাফর আলম, মো. নুরুল আবছার (ব্যাংকার) ও এডভোকেট গিয়াস উদ্দিন। উপরোক্ত ৩টি কমিটির মেয়াদই আগামী ৩ বছর। আগামী মার্চ সাসের প্রথম সপ্তাহে সমিতির পারিবারিক মিলনমেলা ও সব সদস্যের ছবি সম্বলিত একটি ম্যাগাজিন প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতি ডা. নুরুল আবচার, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক যুক্ত বিবৃতিতে বলেন, কক্সবাজার শহরে অবস্থানরত চকরিয়া উপজেলার খুটাখালীর বাসিন্দাদের আর্থসামাজিক মানোন্নয়নের লক্ষে একটি নতুন প্লাটফর্ম গঠিত হয়েছে। আমাদের এ যাত্রা কলাণের যাত্রা। সমিতির মাধ্যমে সকল সদস্যের পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে বলে আমরা আশা করছি। কক্সবাজার শহরে অবস্থানরত জন্মসূত্রে খুটাখালীর পুরুষ-মহিলারা সমিতির সদস্য হতে পারবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.