ওয়েড-কাণ্ডে তামিমের শাস্তি
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের আনন্দে ভাসছে গোটা দেশ। রোমাঞ্চে উদ্বেলিত বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। তবে সেই আনন্দ পার্টিতে এবার যুক্ত হলো ছোট্ট একটা দুঃসংবাদও। মাঠে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তি পেয়েছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। শাস্তিটা বেশী বড় নয়। ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। সঙ্গে তামিমের ভাগ্যে জুটেছে একটি ডিমেরিট পয়েন্টও।
বুধবার ম্যাচ শেষ হওয়অর পরপরই তামিমের বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে রিপোর্ট করেন মাঠের আম্পায়াররা। ম্যাচ রেফারির কাছে তামিমের ডাক পাওয়াটা তাই অনুমিতই ছিল। তবে হাজিরা দিতে গিয়ে নিজের দায়টা অকপটে স্বীকার করে নেন তামিম। তাই আনুষ্ঠানিক শুনানীর প্রয়োজন হয়নি।
ঘটনাটা ঢাকা টেস্টের চতুর্থ দিনের। সাকিবের শিকার হয়ে মাত্র ৫ রান করেই প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। তার ঠিক কাছ দিয়েই নিজের ফিল্ডিং পজিশনে যাচ্ছিলেন তামিম। তো মুখোমুখি হতেই ওয়েডকে উদ্দেশ্য করে ভিড়ভিড় করে কী যেন বলেন তামিম। তামিম কী বলেছিলেন তিনিই ভালো বলতে পারবেন। তবে তা শুনে রাগে অগ্নিশর্মা হয়ে তামিমের দিকে তেড়ে যান ওয়েড। ততক্ষণে অবশ্য বোলার সাকিবসহ বাংলাদেশের অন্য ফিল্ডাররা এগিয়ে এসে দুজনকে নিবারণের চেষ্টা করেন। পরে আম্পায়াদের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়।
তবে পরিস্থিতি শান্ত হলেও তামিম হাত নেড়ে ওয়েড প্যাভিলিয়নের পথ দেখিয়ে দেন। আম্পায়াররা ম্যাচ রেফারির কাছে রিপোর্ট করেছেন এই হাতের ইশারায় প্যাভিলিয়নের পথ দেখিয়ে দেওয়ার কারণেই। শুধু ওয়েডের বিপক্ষেই নয়, ওই দিন আম্পায়ারদের সঙ্গেও বাক-বিতণ্ডা হয় তামিমের। চতুর্থ দিন সকালে বারবারই পানীয় ডাকছিলেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ।
কখনো গ্লাভস বদলানোর অজুহাতে। কখনো বা শরীর খারাপের কারণ দেখিয়ে। তবে এভাবে বারবার পানি পানের জন্য খেলায় বিঘ্ন ঘটানোয় আম্পায়ারদের কাছে অভিযোগ করেন তামিমসহ বাংলাদেশের ক্রিকেটাররা। তবে ব্যাপার নিয়ে তামিম একটু বেশীই আগ্রাসী মনোভাব দেখান আম্পায়ারদের সঙ্গে। আম্পায়ারদের রিপোর্টে উঠে আসে সেই ব্যাপারটিও। দুইয়ে মিলেই তামিমকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। এ নিয়ে দুটি ডিমেরিট পয়েন্ট হলো তামিমের। গত মার্চে কলম্বো টেস্টে একটি ডিমেরিট পয়েন্ট পান তামিম।
ক্রিকেট মাঠে এমনিতে স্লেজিংয়ের জন্য অস্ট্রেলিয়ানরা ‘বিশ্ব চ্যাম্পিয়’। তবে বাংলাদেশের দলীয় সূত্রে খবর, এবার বাংলাদেশী ক্রিকেটাররাও স্লেজিংয়ে অসিদের জবাবটা দিয়েছেন দারুণভাবে। উত্তপ্ত বাক্য বিনিময়ে তামিমের শাস্তিও তো তার প্রমাণ!
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.