ওয়ালটনের খুটাখালী শাখা উদ্ভোধন,

 

বিশেষ প্রতিবেদকঃ

চকরিয়া উপজেলার খুটাখালী বাজারে শামসুল আলম মার্কেট এ  এরশাদ ইলকট্রনিক্স এর ব্যবস্হাপনায় ওয়ালটনের ৩য় শাখা উদ্ভোধন করা হয়েছে আজ শুক্রবার জুমার নামাজের পর উদ্ভোধনী অনুষ্টানে ফিতা কেটে শাখা উদ্ভোধন করেন খুটাখালী ইউনিয়ন শাখার সিনিয়র সহ সভাপতি বাহাদুর হক, তিনি বলেন খুটাখালী বাজারে একটি ওয়ালটনের শোরুম হলো তাতে এলাকার লোকজনের

প্রয়োজনীয় ইলেকট্রিক সামগ্রী হাতের নাগালে পাবেন, এই ব্যাপারে এ এরশাদ ইলেকট্রনিক্স এর ব্যবস্হাপক  নাছির উদ্দিন জানান বর্তমানে  খুটাখালী বাজারে কোন ধরনের কিস্তিতে ও ও নগদে ক্রয় করার জন্য তেমন কোন শোরুম বা ড়িলার নেই এলাকার মানুষের কথা চিন্তা করে আমি শোরুম টি উদ্ভোধন করি এতে সহজ কিস্তি ও নগদে যাবতীয় ইলেকট্রিক সামগ্রী পাওয়া যাবে, এইদিকে সরওয়ার কামাল জানান ওয়ালটনের শোরুম হওয়ায় এলাকার জন্য অনেক সুবিধা হলো এখন আর প্রয়োজনীয় ইলেকট্রিক সামগ্রী সহজ কিস্তি ও নগদে পাওয়া যাবে, 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.