ওসমান সরওয়ার আলম চৌধুরীর সহধর্মীনিকে দেখতে যান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামীম
ওয়ান নিউজঃ সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদৃত, রামু-উখিয়া টেকনাফের এমপি ও বিশিষ্ট সমাজ সেবক মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরীর সহধর্মীনি বেগন রওশন সরওয়ার দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ছিলেন। বর্তমানে তিনি ফুয়াদ-আল খতীব হাসপাতালে ভর্তি আছেন। অদ্য ২১ সেপ্টেম্বর’১৭ ইং তারিখ তাকে দেখতে হাসপাতালে আসেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইফুজ্জামান শেখর এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনসহ কক্সবাজার জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ মরহুম রাষ্ট্রদৃত সমাজ সেবক ওসমান সরওয়ার আলম চৌধুরীর কক্সবাজার জেলার জন্য যে নি:স্বার্থ অবদান ও বীরত্ব গাথাঁ রেখে গেছেন তা নিয়ে আলোচনা করেন। তারা আরও বলেন বাংলাদেশ আওয়ামীলীগ ও দেশের জন্য বেগম রওশন সরওয়ার ক্ষমতার পদ মার্যাদার বাহিরে থেকেও মুক্তিযুদ্ধ ও দেশ গঠনে যে নিরলস ভূমিকা রেখেছেন তা আমরা বিন¤্রচিত্তে স্বরণ করি। রাজনৈতিক দিক নির্দেশনার জন্য বেগন রওশন সরওয়ার এর মত মানুষের বেশিদিন বেঁচে থাকা দরকার। নেতৃবৃন্দ এই নিবেদিত প্রৌঢ় সমাজকর্মীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া কমনা করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.