ওভারটেক করতে গিয়ে পিকনিকের বাস উল্টে খাদে, মহেশপুরের এনজিওকর্মী নিহত-আহত ৫০
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ফরিদপুরের সদর উপজেলার বাইপাস সড়কে পিকনিকের বাস খাদে পড়ে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৫০ জন আহত হয়। শনিবার দিন গত ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মফিজুর রহমান। তাঁর বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর শহরে। তিনি বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগে কর্মরত ছিলেন।
আহত ব্যক্তিরা জানান, জাগরণী চক্র ফাউন্ডেশনের কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন কার্যালয়ে কর্মরত দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী ৪টি বাস নিয়ে কুয়াকাটায় পিকনিকে যান। শুক্রবার দিবাগত রাতে পিকনিকের বহরের চারটি বাস কুষ্টিয়ায় ফিরছিল।
শনিবার দিন গত ভোর রাতে বহরের গড়াই পরিবহন নামের একটি বাস ফরিদপুরের বাইপাস সড়কের ব্রাহ্মণকান্দা এলাকায় একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে ডান পাশের খাদে উল্টে পড়ে দুমড়ে যায়। এতে ঘটনাস্থলেই মফিজুর রহমানের মৃত্যু হয়। আহত হয় অন্তত ৫০ জন।
খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। ফরিদপুরের কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাসে থাকা সহযাত্রীদের মধ্যে সিদ্দিকুর রহমান আহত যাত্রীদের বরাত দিয়ে জানান, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ওই দুর্ঘটনার আগেও বেপরোয়া গতির কারণে একাধিকবার ওই বাসটি দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.