ইমাম খাইরঃ
এসএসসি ৯৯’ব্যাচ কক্সবাজার জেলার প্রীতি ক্রিকেট ম্যাচে সবুজ দলকে ৮৩ রানে হারিয়ে জয় লাভ করেছে লাল দল।
এলিট ৯৯ ক্রিকেট ক্লাবের লাল দল ও সবুজ দলের মধ্যে শুক্রবার (২ এপ্রিল) সকাল সাতটায় হোটেল শৈবাল এর পাশের উন্মিক্ত মাঠে বন্ধুদের এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
লাল দলের ক্যাপ্টেন মইন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে লাল দল ১৯৩ রানের বিশাল চ্যালেঞ্জিং রান সংগ্রহ করে। লাল দলের পক্ষে রাজিব সর্বোচ্চ ৪২ রান করে।
ফরিদ বিশাল ৬ টি ছক্কা হাঁকিয়ে ৩৯ রান, মইন ২২ ও জাকির ১৯ রান সংগ্রহ করে। সবুজ দলের পক্ষে ফখরুল, তানভির, তারিন, হাসান, হেলাল একটি করে উইকেট পায়। রিয়াদ পায় ২ উইকেট।
সবুজ দল ১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথমেই ব্যাটিংয়ে হোঁচট খায়।
সবুজ দলের তানভীর ৩৮ ও জালাল ২৮ রানের উপর ভর করে সর্বমোট ১১০ রান সংগ্রহ করে।
লাল দল ৮৩ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে।
দুই দলের খেলোয়াড় তালিকাঃ
সবুজ দলঃ
তানভীর মোকাম্মেল, আলী আমজাদ মানিক, শাহাদাত হোসেন, মোহাম্মদ আলী, জাবেদ উল্লাহ মিয়া, জকির আলম জহির, জালাল উদ্দিন প্রমি, ডাঃরিদওয়ান তারিন, শাহরিয়ার বিন নাছির রিয়াদ, হাসান মাহমুদ চৌধুরী, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, হেলাল ও হুমায়ুন কবির।
লাল দলঃ
মুজিব উল্লাহ চৌধুরী, শফি উল্লাহ শেখর, শওকত ওসমান ফারুক, আবুল হাসনাত, শহিদুল ইসলাম, কাজল শর্মা, আবদুল মালেক জাকির, মইন উদ্দিন, ফরিদুল আলম, এডভোকেট দিদারুল আলম রাজীব, অহিদুল ইসলাম, এডভোকেট আরিফ, জাহেদ ও মোশারফ।
১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:২৩
আগের খবর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.