এশিয়া থেকে বিশ্বকাপ নিশ্চিত হল যাদের

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ আসন্ন ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে এশিয়া মহাদেশ থেকে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে চারটি । আর পঞ্চম দেশের সম্ভাবনা আছে প্লে-অফে খেলে রাশিয়ার টিকেট কাটার । এর মধ্যেই এশিয়া থেকে চারটি দেশের সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে । দলগুলো হচ্ছে – ইরান , দক্ষিণ করিয়া , জাপান আর সৌদি আরব । এছাড়া নিজেদের মধ্যে প্লে-অফ খেলে রাশিয়ার পথে একধাপ এগিয়ে যাবার আরেকটি সুযোগ পাচ্ছে অস্ট্রেলিয়া আর সিরিয়া । নিজেদের মধ্যে লড়াই শেষে সিরিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যকার একটি দল চূড়ান্ত টিকেটের জন্য লড়বে ওশেনিয়া বা ল্যাটিন অঞ্চলের প্রতিনিধির সাথে ।

মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে সৌদি আরব ১-০ গোলে হারিয়েছে জাপানকে । জাপানের আগেই বিশ্বকাপ খেলা নিশ্চিত হওয়ায় এই হারে তাদের কন সমস্যা হয় নি ।

তবে সৌদি আরব জেতায় জাপানের পরে ‘বি’ গ্রুপের রানার্স-আপ হিসেবে বিশ্বকাপে নাম লেখাল সৌদি আরব । ১০ ম্যাচে ২০ পয়েন্ট পাওয়া জাপান এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে । অন্যদিকে সমান ম্যাচে ১৯ পয়েন্ট পাওয়া গ্রুপ রানার্স আপ সৌদি সরাসরি পেয়েছে রাশিয়ায় খেলার টিকেট ।

এদিকে ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে অস্ট্রেলিয়া ২-১ গোলে হারিয়েছে থাইল্যান্ডকে । তাদের পয়েন্ট সৌদির সমান ১৯ । কিন্তু গোল ব্যবধানে গ্রুপে তৃতীয় হয়ে প্লে-অফ খেলতে হবে এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ।

এদিকে গ্রুপ ‘এ’ থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছিল ইরান । শেষ ম্যাচে ইরানের সাথে ২-২ গোলে ড্র করে গ্রুপে তৃতীয় হয়ে প্লে-অফে খেলার সুযোগ করে নিয়েছে সিরিয়া ।

১০ ম্যাচে ইরানের পয়েন্ট দাঁড়িয়েছে ২২ আর সিরিয়ার ১৩ ।

রানার্স আপ হয়ে এই গ্রুপ থেকে সরাসরি রাশিয়া খেলতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া । শেষ ম্যাচে উজবেকিস্তানের সাথে ড্র করেছে গোলশূন্যভাবে । এই ড্রয়ে ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হয়েছে দক্ষিণ কোরিয়া ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.