এবার বুমরাহকে নিয়ে বোমা ফাটালেন স্মিথ

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ভারত অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজ চলছে। আর এই সিরিজে ভারত এগিয়ে আছে ৩-০ তে। ৩য় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধাজনক স্থানে থাকে অস্ট্রেলিয়া। কিন্তু ৩৮ ওভারের পর খেলার রাশ টেনে ধরেন ভারতীয় বোলাররা। যার জন্য অজিরা উইকেট হাতে থাকা সত্বেও ৩০০ রান টপকাতে পারেনি। শেষ ১২ ওভারে অজিরা তুলেছে মাত্র ৬৯ রান।

আজকের দিনে যেটা বেশ কম রানই। বিশেষ করে দলটা যদি অস্ট্রেলিয়া হয় এবং তাদের হাতে উইকেটও থেকে থাকে। এটার জন্য অবশ্যই কৃতিত্ব পাবেন ভারতীয় দলের দুই বোলার ভুবনেশ্বর কুমার এবং যশপ্রীত বুমরাহ।

এই প্রসঙ্গে স্টিবেন স্মিথ বলেন ,’আমার মনে হয় বর্তমান বিশ্বে ডেথ ওভারে সেরা এই দুইজন। যেভাবে আমার দলকে চেপে ধরল, নাহলে হয়ত ম্যাচটার ফলাফল অন্যরকম হতে পারতো। ‘

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.