এবার নগ্নবক্ষা নারী হামলার মুখে ট্রাম্প!

ওয়ান নিউজ ডেক্সঃ রাত পোহালেই শপথ নিবেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেই নারী হামলার শিকার হলেন তিনি। তবে আবার হামলাকারী নারী ছিলেন নগ্নবক্ষে। হ্যাঁ এমনটিই ঘটেছে। তবে স্বয়ং তার উপর সরাসরি নয়। স্পেনের মাদ্রিদের জাদুঘরে রাখা তার মোমের মূর্তির উপর এই হামলা।

ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার। ওই ঘটনার দায় স্বীকার করে টুইট করেছে দেশটির নারীবাদী সংগঠন ফেমেন। নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে নির্বাচনের আগে তোপের মুখে ছিলেন তিনি।

হামলার সময়

যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ডেইলি স্টার অনলাইন বলছে. নিরাপত্তাকর্মীদের ফাঁক গলিয়ে ট্রাম্পের মোমের মূর্তির কাছে পৌঁছে যান নগ্নবক্ষের ওই নারীবাদী কর্মী। ওই সময় মূর্তির ঊরুসন্ধি স্পর্শ করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে নিরাপত্তাকর্মীরা তাকে সেখান থেকে সরিয়ে নেন।

বিজয় উল্লাস করে লিফটে উঠছে ওই নারী

মাদ্রিদ জাদুঘরের ওই ঘটনাটি নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে ইউটিউবে। যাতে দেখা যায় ওই ঘটনার সত্যতা তবে এতে অসন্তোষ প্রকাশ করে জাদুঘরের জনসংযোগ প্রধান গঞ্জালো প্রেসা বলেন, ‘তারা যদি এমনটি করতে চায় তাহলে সরাসরি তার (ট্রাম্প) কাছে যেতে পারে, এটা খুবই সহজ।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.