এবার তারা সেরা কণ্ঠের বিচারক

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ ‘ক্ষুদে গানরাজ’ শেষ, এবার শুরু হচ্ছে ‘সেরা কণ্ঠ’ রিয়েলিটি শোর নতুন আসর। আয়োজন করছে চ্যানেল আই। এবার ‘সেরা কণ্ঠ’ আয়োজনে প্রধান বিচারক হচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী ও মিতালী মুখার্জি। গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিওন চকলেট–চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ সিজন সিক্সের গ্র্যান্ড ফিনালের মঞ্চে এই ঘোষণা দিয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এখানে তিনি আরও জানান, এবার ‘সেরা কণ্ঠ’ উপস্থাপনা করবেন মারিয়া নূর।

এদিকে ‘সেরা কণ্ঠ’র বিচারক হিসাবে আমন্ত্রণ পেয়ে দারুণ খুশি হয়েছেন ভারতের বরেণ্য সংগীতশিল্পী মিতালী মুখার্জি। এর আগে তিনি ভারতের টিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামা’র বিচারক ছিলেন। তিনি বলেন, ‘আমি তো মুম্বাইর সারেগামার জাজ ছিলাম। তখন ওখানকার ডিরেক্টর আমাকে বলেছিলেন, বাংলাদেশ থেকে খুব ট্যালেন্টেড প্রতিযোগী অংশ নেয়। তবে তারা লোকগান চর্চা বেশি করে। অন্য গান কম। ক্লাসিক্যালে পিছিয়ে। এবার এসে ওরা ক্লাসিক্যালে ভালো করছে। গ্রুমিংটা খুব ভালো হচ্ছে। ফলে এসব প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী কিছু সংগীতশিল্পী বেরিয়ে আসবে।’

‘ডিওন চকলেট–চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ সিজন সিক্সের গ্র্যান্ড ফিনালের অতিথি বিচারক ছিলেন মিতালী মুখার্জি।

মারিয়া নূর এর আগে ‘চ্যানেল আই হিরো’ এবং ‘আই জেন’ আয়োজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। তবে এবার পুরো একটি আসর উপস্থাপনা করবেন তিনি। জানালেন, ‘সেরাকণ্ঠ’ অনুষ্ঠান তার নিজেরও অনেক পছন্দের। বললেন, ‘আমি খুবই এক্সাইটেড। সর্বোচ্চ চেষ্টা করব অনুষ্ঠানটিকে জমিয়ে রাখতে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.