এবার চট্টগ্রামে পাচারের সময় চকরিয়া থেকে ২০ টন চাল জব্দ
বিশেষ প্রতিবেদক :
বিদেশ থেকে ভর্তূকি দিয়ে সরকারের আমদানীকৃত উন্নতমানের ২০ মেট্রিক টন চাল পাচারের সময় কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের চকরিয়া মালমুঘাট থেকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ। কক্সবাজার থেকে রাতের আঁধারে চট্টগ্রাম পাচারের সময় সোমবার সন্ধ্যা ৭টায় চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ একটি শাহপরী কার্গো সার্ভিসের কাভার্ড ভ্যানসহ এসব চাল জব্দ করে। গাড়ি নং চট্রমেট্রো- ট ১১-৫২৯৬। ওএমএস এবং হত দরিদ্র ও রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহ করার জন্য সরকার এসব উন্নতমানের চাল বিদেশ থেকে আমদানী করে। কালোবাজারি মুজিব সিন্ডিকেটের সদস্যরা এসব উন্নতমানের চাল পাচার করে হত দরিদ্র ও রোহিঙ্গা ক্যাম্পে নিম্মমানের চাল সরবরাহ করছে বলে অভিযোগ রয়েছে। ওই সিন্ডিকেটকে রামু খাদ্য গুদাম কর্মকর্তা কপিল উদ্দিন নেপথ্যে সহায়তা দিয়ে আসছে বলেও জানা গেছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি মো. আলমগীর হোসেন বলেন- গোপন সংবাদ পেয়ে স্থানীয় লোকজন মালুমঘাট এলাকায় একটি চালভর্তি কার্গো সার্ভিস আটক করে। তা খবর পেয়ে আমরা সেখান যায়। গিয়ে দেখি এতে ২০ টন সরকারের উন্নতমানের চাল রয়েছে। এসব চাল গুলো চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে বলে তারা জানিয়েছে। বর্তমানে চাল গুলো জব্দ করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.