এড. আহামদ হোসেন’র প্রথম দফা জানাজা সম্পন্ন : গার্ড অব অনার প্রদান

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা আওয়ামীলীগ ও কক্সবাজার আইনজীবী সাবেক সভাপতি একে আহামদ হোসেনের প্রথম নামাজে জানাজা কক্সবাজার হাসেমিয়া কামিল মাদ্রাসা মাঠে সম্পন্ন হয়েছে। জানাজায় ইমামতি করেন হাসেমিয়া মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা আবু ইউসুফ। জানাজার পূর্বে মরহুমকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

একে আহামদ হোসেনের প্রথম নামাজে জানাজার উপস্থিত মুসল্লিদের একাংশ।

বিশাল জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তা আহামদ চৌধুরী, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, মুক্তিযোদ্ধা কামাল হোসেন, সালাহ উদ্দিন আহামদ সিআইপি, কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান, মরহুমের পুত্র এডভোকেট সাঈদ হোসেন।

একে আহামদ হোসেন কে গার্ড অব অনার প্রদান করছেন।

জানাজা শেষে মরহুম এড. আহমদ হোসনের প্রিয় সংগঠন শহরের লালদীঘির পাড় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে মৃতদেহ নেয়া হয়। সেখান থেকে মরহুমের সুদীর্ঘ ৪০ বছরের কর্মস্থল কক্সবাজার জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে মৃতদেহ নিয়ে যাওয় হয়। উভয় স্থান ও জানাজার মাঠে মরহুম কে পুস্পস্থবক দিয়ে ব্যাপকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। জানাজায় রাজনীতীবিদ, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যাক্তিবর্গ সহ অনেক মুসল্লী উপস্থিত ছিলেন। মরহুম এড. আহামদ হোসেনের দ্বিতীয় নামাজে জানাজা মরহুমের গ্রামের বাড়ী উখিয়া উপজেলার হলদিয়া পালং এ রাত ৮ টায় অনুষ্ঠিত হওয়ার পর হলদিয়া পালং পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হবে বলে মরহুমের পুত্র এড. সাঈদ হোসেন জানিয়েছেন। উল্লেখ্য, এড. আহামদ হোসেন বৃহস্পতিবার সকাল ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় আল ফুয়াদ হাসপাতালে ইন্তেকাল করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.