এখনো জয়ের কথাই ভাবছে বাংলাদেশ
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ নিউজিল্যান্ডের ঘাড়ে ৫৯৫ রানের পাহাড় সমান বোঝা চাপিয়ে দেওয়ার পর ৩০৩ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করা। ওয়েলিংটন টেস্টে খুব খারাপ অবস্থায় কি বাংলাদেশ? তা হয়তো নয়। তবে এই ম্যাচে ফল আনতে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে সফরকারীদের। ফলটা নিজেদের দিকে টেনে নিতে তো পথটা আরো দীর্ঘই ভাবতে হবে। তবে তরুণ পেসার কামরুল ইসলাম রাব্বি তাতে দমে যাচ্ছেন না। শনিবারের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে এসে সংবাদ সম্মেলনে জানিয়ে গেলেন, বাংলাদেশ দল এখনো জয়ের কথাই ভাবছে।
বেসিন রিজার্ভে শনিবার স্বাগতিকরা প্রথম ইনিংসে ৭৭ ওভারে ৩ উইকেটে ২৯২ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। টাইগার বোলাররা তিনটি উইকেট তুলে নিলেও কিউদের রানের গতিতে লাগাম টানতে ব্যর্থ হয়েছেন। একই ব্যর্থতা তার আগে বাংলাদেশি ব্যাটসম্যানদের সামনে ছিল কিউই বোলারদের। তবে বাংলাদেশের বোলিং অ্যাটাক হাল ছাড়েনি। দিনের শেষে সেটাই জানিয়ে গেলেন রাব্বি।
রাব্বির ক্যারিয়ারের তৃতীয় টেস্ট এটি। দিনের সফল বোলারও তিনি। প্রতিপক্ষের ৩ উইকেটের ২টি তুলে নেওয়া আশাবাদী রাব্বি জানালেন, ‘সব দলই ম্যাচে জিততে চেষ্টা করে। আমরাও জেতার চেষ্টাই করবো। নিউজিল্যান্ডও জেতার চেষ্টা করবে। জয়ের ইচ্ছে আমাদের আছেই। দিনটা খুব খারাপ যায়নি। আমরা শতভাগ চেষ্টা করছি। আমার মনে হয়, এই ম্যাচে একটা ফলাফল আসবে।’
সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের প্রশংসা করে সতীর্থদের আরো ধৈর্য্য ধরে বোলিংয়ের পরামর্শ দিলেন এই তরুণ পেসার। বললেন, ‘এখানে যেকোনো বোলারকে ধৈর্য্য ধরে বল করে যেতে হবে। ততে একসময় সুযোগ আসবেই।’
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.