ইয়ানূর রহমান : এক ডজনেরও বেশি মাদক অস্ত্র ও সন্ত্রাসী হামলার মামলার আসামি শার্শার মেম্বর বাবলু খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারে। মঙ্গলবার রাত ১০টার সময় কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
নিহত বাবলু বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ৭ নাম্বার ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য।সে মহিষাকুড়া গ্রামের রাহাজান আলীর ছেলে।
কুখ্যাত এ মাদক ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা ৫ /৬ টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। নিহত বাবলুর নামে ১০/১২ টি মামলা আছে বলে নিশ্চিত করেছেন নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.