এম শফিউল আলম আজাদঃ
কক্সবাজার সদরের ঈদগাঁওতে টমটম গেরেজে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ২৩ অক্টোবর গভীর রাতে ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ড সাতঘরিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায়, ঈদগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাতঘরিয়া পাড়ার জাবের আহমদের টমটম গ্যারেজে গভীর রাতে ১৫/২০ জনের সশস্ত্র সংঘবদ্ধ চক্র পাহারাদারকে বেঁধে রেখে তালা ও দরজা ভেঙ্গে পাঁচটি টমটমের ব্যাটারি নিয়ে যায়। পথচারীরা পাহারাদারকে ভোরে বন্দী দশা থেকে উদ্ধার করেছে। গ্যারেজের মালিক জাবের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ডাকাতদল নিয়ে যাওয়া ব্যাটারির মুল্য প্রায় ২ লক্ষ টাকা হতে পারে। ঈদগাঁও তদন্ত কেন্দ্রের আইসি আব্দুল হালিম থেকে এ বিষয়ে জানতে চায়লে, তিনি বলেন, ঘটনা শুনেছি, তা খোঁজ খবর নেওয়া হচ্ছে, তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.