ডেস্ক নিউজ:
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থানে চলছে লেনদেন। লেনদেন শুরুর প্রথম এক ঘন্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৩ কোটি টাকা। এই সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৩৭৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক কিছুটা পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৫৯ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ৪৬৩ কোটিয় নয় লাখ ৯৫ হাজার টাকা।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৪টির। কমেছে ১০৭টির। অপরিবর্তিত রয়েছে ৬০ টি কোম্পানির শেয়ারের দর।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৪৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৪টির। কমছে ৪৬টির। আর দর অপরিবর্তিত আছে ১৮টি কোম্পানির শেয়ারের দর।
আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ১১ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার ৪৬ টাকা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.