একুশের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী

ওয়ান নিউজ ডেক্সঃ এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রোববার তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোর্গ ব্রেন্ডে। সফর শেষে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একুশের প্রথম প্রহরে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। এ সফরে বোর্গ ব্রেন্ডে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাত করবেন বলে জানা গেছে।

জানা গেছে, আন্তর্জাতিক অঙ্গনে একুশে ফেব্রুয়ারিকে ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীকে এবার আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ সরকার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.