একসঙ্গে সম্মাননা পাচ্ছেন আলমগীর-রুনা লায়লা
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ দীর্ঘ ক্যারিয়ারে আলমগীর অভিনেতা হিসেবে এবং রুনা লায়লা কণ্ঠশিল্পী অসংখ্য সম্মাননা পেয়েছেন। কিন্তু এই দম্পতিকে একসঙ্গে কখনও সম্মাননা পাননি।
আগামী ৩১ মার্চ সন্ধ্যায় কলকাতার হোটেল ওবেরয়ের গ্র্যান্ড বলরুমে তাদের হাতে এই সম্মাননা প্রদান করা হবে। সেখান থেকে তারা এটি গ্রহণ করবেন।
রুনা লায়লা জানান, ‘এই প্রথমবার আমরা একসঙ্গে সম্মাননা পাচ্ছি। সেক্ষেত্রে এই পুরস্কারপ্রাপ্তির অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে।’
আজ (২৫ মার্চ) মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন রুনা লায়লা। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ভারতের মুম্বাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের আয়োজনে ২৬ মার্চ এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.