একমি ল্যাবরেটরিস লিমিটেডে নিয়োগ

ওয়ান নিউজঃ অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেবে একমি ল্যাবরেটরিস লিমিটেড। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
যোগ্যতা
সরকার কর্তৃক স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া কম্পিউটার চালনায় জ্ঞানসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া
সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবিসহ জীবনবৃত্তান্ত ‘হেড অব এইচআর, দ্য একমি ল্যাবরেটরিস লিমিটেড, কোর্ট দে লা একমি, ১/৪ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা-১২০৭’ ঠিকানায় পাঠিয়ে আবেদন করা যাবে। এ ছাড়া আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার সুযোগ থাকছে ১৮ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন-
জনবল নিয়োগ দেবে একমি

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.