একদিনে পিএসসির ফল প্রকাশ

ওয়ান নিউজঃ প্রথমবারের মতো নিজস্ব ব্যবস্থাপনায় এমসিকিউ প্রশ্ন ছাপিয়ে পরীক্ষা গ্রহণের পর মাত্র ২৪ ঘণ্টায় ফল প্রকাশে সক্ষম হলো সরকারি কর্মকমিশন (পিএসসি)। সাধারণত কোনো পরীক্ষার পরই ফলের জন্য চাকরি প্রার্থীদের অপেক্ষা করতে হয় মাসের পর মাস। তবে গত শনিবার প্রথমবারের মতো নিজেরাই এমসিকিউ প্রিলিমিনারির প্রশ্ন মুদ্রণ করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধিন মিডওয়াইফ নিয়োগ পরীক্ষা নিয়ে রোববারের মধ্যে প্রকাশ প্রকাশ করা হয়।

মাত্র ২৪ ঘণ্টায় মিডওয়াইফ নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করতে পেরে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা চাকরি প্রার্থীদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি একটা ভালো কিছু করার। পরীক্ষায় স্বচ্ছতা আনার সঙ্গে সঙ্গে দ্রুত ফল প্রকাশের চেষ্টা আমরা করছি। প্রথমবারের মতো শনিবার নিজেরাই এমসিকিউর চার রঙা চার সেট প্রশ্ন মুদ্রণ করেছি। শনিবার পরীক্ষা নিয়ে একদিনের মধ্যে আমরা ফল প্রকাশ করতে সক্ষম হলাম। আশা করি ভবিষ্যতে অন্যান্য পরীক্ষাতেও আমরা একইভাবে কাজ করতে পারবো।

পরীক্ষার ফলে দেখা গেছে, ৬৩৬ জন মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন। আগামী ৮ ও ৯ মার্চ উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল ইতোমধ্যেই পিএসসির ওয়েবসাইটে (http:/www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.