উয়েফা ফুটসালের নতুন চ্যাম্পিয়ন বার্সেলোনা

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ উয়েফা ফুটসাল চ্যাম্পিয়ন্স লিগের নতুন চ্যাম্পিয়ন বার্সেলোনা। ঘরের মাঠের ফাইনালে তারা হারিয়েছে স্পেনেরই মুর্সিয়াকে।

ফুটসালের ফাইনাল। উনিশ বছরের ইতিহাসে প্রথমবারের মত শিরোপার লড়াইয়ে মুখোমুখি স্পেনের দুই দল। হোস্ট বার্সেলোনার সামনে মুর্সিয়া। গত মৌসুমে দুই দলের সাক্ষাত হয়েছিলো তিনবার। সবগুলোই জিতেছিলো বার্সা।

এদিনও শুরুতেই লিড নিয়ে নেয় কাতালানরা। দূর থেকে নেয়া শট জটলা পেরিয়ে ঠাঁই নেয় জালে। মিনিট পাঁচেক পরই সমতা ফেরানোর মোক্ষম সুযোগ পেয়েছিলো মুর্সিয়া। তবে বাধা হয়ে দাঁড়ায় পোস্ট। অন্যদিকে, অ্যাটাকিং ফুটবলের পসরা সাজিয়ে লিড বাড়িয়ে নেয় বার্সা। বক্সের বাইরে থেকে নেয়া শটে স্কোরশিটে নাম তোলেন আইকার্দো। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার জোর চেষ্টা চালায় মুর্সিয়া। সমান তালে পাল্লা দিয়েছে বার্সাও।

সেকেন্ড হাফে ম্যাচ জমায় মুর্সিয়া। শুরুতেই গোল আদায় করে স্কোরলাইন বানায় ২-১। ২০১২ এর পর ২০১৪-তে শিরোপা জিতেছিলো বার্সেলোনা। ঘরের মাঠে তৃতীয় শিরোপা জয়ে কাতালানরা ছিলো মরিয়া। প্রথম শিরোপা খোঁজে মুর্সিয়াও লেগেছিলো উঠেপড়ে। অ্যাটাকিং ফুটসালে দুই গোলকিপারই ছিলেন ব্যতিব্যস্ত। ম্যাচের একেবারে শেষদিকে বার্সা কিপার দিদাকের ডাবল সেভে পার পায় কাতালানরা। তাতেই নিশ্চিত হয়ে যায় বার্সার তৃতীয় শিরোপা।

ফুটসালে এটা বার্সার তৃতীয় শিরোপা, তাদের চেয়ে বেশি শিরোপা জিতেছে শুধুমাত্র পাঁচ ট্রফি জেতা ইন্টার মিলান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.