উড়োজাহাজ দুর্ঘটনায় হতাহতদের জন্য দোয়া-প্রার্থনা

ওয়ান নিউজ ডেক্সঃ নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে শুক্রবার সারাদেশের মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়েছে।

দোয়া ও প্রার্থনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়। পাশাপাশি আহতদের আশু সুস্থতা ও আরোগ্য কামনা করা হয়।

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সকালে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজে বিশেষ মোনাজাত করা হয়। নগরীর অন্যান্য মসজিদ-মন্দির-গির্জা ও প্যাগোডাতেও হতাহতদের স্মরণে দোয়া ও প্রার্থনা করা হয়েছে।

নিহতদের স্মরণে গতকাল (বৃহস্পতিবার) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ। সকাল থেকে সারাদেশে সকল সরকারি-বেসরকারি আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.