উর্মিলার ঈদের নাটক

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ ঈদের নাটকের কাজ নিয়ে এখন দারুণ ব্যস্ত টিভি তারকারা। এই তালিকায় লাক্স তারকা উর্মিলা শ্রাবন্তী করও রয়েছেন। এরইমধ্যে নায়িকা ‘জ্যাকসন বিল্লাল’ শিরোনামের একটি নাটকের কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শিহাব শাহীন। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে এর শুটিং শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ঊর্মিলা শ্রাবন্তী কর বলেন, ‘দারুণ একটা কাজ করলাম। নাটকের গল্পটা খুবই ভালো। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এটি। তাছাড়া আমার সহশিল্পী সিয়াম খুব ভালো অভিনয় করেছে। আমরা দু’জনেই চেষ্টা করেছি আমাদের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আশা করছি সবার ভালো লাগবে নাটকটি।’ নির্মাতা জানান, খুলনার দৌলতপুরের রেলগেট এলাকায় চানাচুর বিক্রি করেন বিল্লাল ব্যাপারী। সেই বিল্লালের জীবনী নিয়েই ‘জ্যাকসন বিল্লাল’ নাটকটি নির্মিত হয়েছে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.