‘উপ-প্রধানমন্ত্রীর পদ সৃষ্টি গুজব, রদবদল হতে পারে মন্ত্রিসভায়’
ওয়ান নিউজঃ নতুন করে উপ-প্রধানমন্ত্রী পদ সৃষ্টির আলোচনাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে মন্ত্রিসভায় রদবদল হতে পারে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম উপ-প্রধানমন্ত্রী হচ্ছেন বলে গুঞ্জন ওঠে। কয়েকটি গণমাধ্যমে এ তথ্য প্রকাশ পাওয়ার পার তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।
তবে মঙ্গলবার দুপুরে রাজধানীর সেতু ভবনে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জুলিয়া নিব্লেটের সাথে বৈঠক শেষে এ ধরণের গুঞ্জনের কোনো ভিত্তি নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন কাদের।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের এই মন্ত্রী বলেন, এটা একটা গুজব। এর কোনো বাস্তবতা নেই। এটি সম্পূর্ণ মিথ্যা কথা ও ভিত্তিহীন। এ ধরণের কোনো চিন্তাই নেই।
এদিকে কয়েকদিন ধরেই মন্ত্রিসভায় রদবদলেরও গুঞ্জন ওঠেছে, সাংবাদিকদের প্রশ্নে বিষয়টি এড়িয়ে যান নি কাদেরও।
তিনি বলেন, এটা তো প্রধানমন্ত্রীর এখতিয়ার, সেটি সম্পূর্ণই তার নিজের এরিয়া। সেখানে আমাদের তো বলার কিছু নেই।
সেতুমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীই সিদ্ধান্ত নিবেন কাকে রাখবেন, কাকে বাদ দিবেন। তবে একটি পরিবর্তন আসতে পারে। এখন সেটি কখন হবে তা আমি জানি না।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.