উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই : জাকির হোসাইন

ওয়ান নিউজঃ বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, ‘দেশের উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।’ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করতে দলীয় প্রতীক নৌকার পক্ষে প্রচারণায় সময় তিনি এসব কথা বলেন।

জাকির হোসাইন বলেন, ‘আওয়ামী লীগের হাতে নারায়ণগঞ্জবাসী সবচেয়ে নিরাপদ। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিপুল ভোটে নৌকার জয় সুনিশ্চিত হবে। নারায়ণগঞ্জবাসী নৌকায় সিল মারতে ভুল করবে না।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের ঘাঁটি নারায়ণগঞ্জ। এই নারায়ণগঞ্জের মানুষ বিজয়ের মাসের ২২ ডিসেম্বর জনপ্রতিনিধি হিসেবে নৌকার প্রার্থীকেই বেছে নেবে।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের ঘুরে ঘুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।

এ সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি অহিদুর রহমান জয়, কাজী মাহবুব, আদিত্য নন্দী, যুগ্ম-সাধারণ সম্পাদক নওশাদ সুজন, প্রচার সম্পাদক সাইফ বাবু, আপ্পায়ন সম্পাদক রাশেদুল ইসলাম, সহ সম্পাদক পিয়াল হাসান, বুয়েট সভাপতি শুভ্র জোতি টিকাদার সহ কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রলীগের নেতারা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.