উখিয়া সীমান্তে বিজিপি’র গুলিতে রোহিঙ্গা কিশোর গুলিবিদ্ধ

ওয়ান নিউজঃ উখিয়া উপজেলার রহমতের বিল সীমান্তে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) গুলিবর্ষণ করছে। এতে আনোয়ার হোসেন নামে এক রোহিঙ্গা কিশোর গুলিবিদ্ধ হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দু্পুর ১টার দিকে রহমতের বিল এলাকায় কয়েকজন কিশোর গরু চরাচ্ছিল। হঠাৎ তাদের লক্ষ্য করে বিজিপি গুলিবর্ষণ করে। এসময় আনোয়ার হোসেনের ডান হাতে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে কুতুপালং রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন, রহমতের বিল সীমান্তে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ১৭ রাউন্ড গুলিবর্ষণ করেছে। এ ঘটনায় এক রোহিঙ্গা কিশোর গুলিবিদ্ধ হয়েছে। সে উখিয়ার বালুখালী ক্যাম্পের আমির হোসেনের ছেলে।

গত বছর থেকে মিয়ানমারের সেনাবাহিনীর দমন নিপীড়ন থেকে প্রাণের ভয়ে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা শরণার্থী। তারা আগে বিভিন্ন সময়ে সহিংসতা থেকে পালিয়ে আসা আরও দুই লাখ শরণার্থীর সঙ্গে যোগ দেয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.