ওয়ান নিউজঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী।
শনিবার(১০ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় থেকে একটি মনোনয়ন ফরম কিনেছেন তিনি।
এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
উখিয়া-টেকনাফে মাহমুদুল হক চৌধুরীর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সজ্জন ও জনদরদী হিসেবে উখিয়া উপজেলার মানুষ মাহমুদুল হক চৌধুরীকে জীবন্ত কিংবদন্তি হিসেবে মনে করেন। তিনি সুখে-দুঃখে সব সময় জনগণের কাছে থেকেছেন। আওয়ামী লীগের রাজনীতিতেও তার প্রভাব রয়েছে। তৃণমুলের নেতাকর্মীরা তাকেই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাচ্ছেন
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.