উখিয়া উপজেলা বিএনপি শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ

স্টাফ রিপোর্টার, ৫২ এর ভাষা শহিদদের স্মরণে উখিয়া বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পুষ্পমাল্য অর্পণ কালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরে উখিয়া কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা পরিষদ চেয়ারম্যান, বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ও উপজেলা ভাইস-চেয়ারম্যান, বিএনপি সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী’র নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করেন উখিয়া বিএনপিঅঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা। এসময় নেতাকর্মীরা ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলে অংশগ্রহণকারীদের কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটিও ধ্বনিত হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.