উখিয়ার প্রাচীন পূর্ব রত্না মৈত্রী বৌদ্ধ বিহারে আগুন

সবুজ বড়ুয়া, স্টাফ রিপোর্টার

কক্সবাজারের উখিয়ায় প্রাচীন পূর্ব রত্না মৈত্রী বৌদ্ধ বিহারে আগুন। পুড়ে গেছে শত বছরের পুরাতন বৌদ্ধ মুর্তি।

শনিবার রাত ৮.৩০টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের পূর্ব রত্না মৈত্রী বৌদ্ধ বিহারে আগুন ধরে বলে কক্সবাজার ফায়ার সার্ভিসের অপারেশন কর্মকর্তা মো. আব্দুল মজিদ জানান।

“রাতে স্থানীয়দের কাছ থেকে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে রওনা হয়েছে।”

পূর্ব রত্না মৈত্রী বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি হেমেন্দ্র বড়ুয়া বলেন, মন্দিরটিতে দুইজন শ্রমন (সেবায়ত) থাকতেন। তারা বাইরে থাকার মন্দিরটি তালাবদ্ধ ছিল।

“কক্সবাজারে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।” কীভাবে আগুনের সূত্রপাত ও কেউ হতাহত হয়েছে কি না জানাতে পারেননি তিনি।

বিস্তারিত আসছে..

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.